ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিইএক্সসিএর সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক তানভীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
বিইএক্সসিএর সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক তানভীর বিইএক্সসিএর সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক তানভীর

ঢাকা: বরিশাল এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (বিইএক্সসিএ) ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম রায়হান রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শরীফুল আলম তানভীর (তানভীর শরীফ)।

শুক্রবার (৫ মার্চ) বরিশাল এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের ২০২১-২২ সালের কার্য-নির্বাহী কমিটির নির্বাচন গুলশানের ক্যাডেট কলেজ ক্লাবে অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন শেষে সভাপতি হিসেবে এস এম রায়হান রশিদ ও সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল আলম তানভীরের (তানভীর শরীফ) নাম ঘোষণা করেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তাওহীদ আল আজাদ, কোষাধ্যক্ষ ডা. হাসান শাহরিয়ার কল্লোল, ক্রীড়া সম্পাদক মো. হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ সময় জানানো হয়, কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।