ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মনোহরদীতে ড্রাম ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
মনোহরদীতে ড্রাম ট্রাকচাপায় নিহত ২

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে ড্রাম ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

 

শনিবার (০৬ মার্চ) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন (৩০)। তিনি মনোহরদী বাসস্ট্যান্ডে মাছের ব্যবসা করতেন। অপরজন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৬০)।

এ ঘটনায় আলামীন (৪০), আলেয়া বেগম (৬০), শহিদুল ইসলাম (৫০) নামে অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক মনোহরদী থেকে বেপরোয়া গতিতে চালাকচরের দিকে যাচ্ছিল। ড্রাম ট্রাকটি কোণাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান এবং অপর চার যাত্রী গুরুতর আহত হন। এ সময় পথচারীরা আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।  

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।