ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেনের নিচে প্রেমিক যুগলের ঝাঁপ, প্রাণ গেলো প্রেমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
চলন্ত ট্রেনের নিচে প্রেমিক যুগলের ঝাঁপ, প্রাণ গেলো প্রেমিকের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক প্রেমিক যুগল। এ সময় প্রেমিক মোহাম্মদ শান্তর (২০) মৃত্যু ও তার প্রেমিকা মাহমুদা (১৭) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগরের চাঁনপুর এলাকায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শান্ত স্থানীয় হামদুর মিয়ার ছেলে। আহতাবস্থায় প্রেমিকা মাহমুদাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বাংলানিউজকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে শুনতে পেরেছি প্রেমসংঘঠিত কারণে এক প্রেমিক যুগল চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। এতে ছেলেটির মৃত্যু হয়েছে।

আখাউড়া রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।