ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জলাতঙ্ক রোগ নির্মূলে ৪ হাজার কুকুর টিকার আওতায়

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
জলাতঙ্ক রোগ নির্মূলে ৪ হাজার কুকুর টিকার আওতায় কুকুরের টিকাদান কার্যক্রম চলছে, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাজুড়ে কুকুরদের টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে এ কার্যক্রম।

 
 
জানা যায়, এ কর্মসূচিতে শ্রীমঙ্গলে ২৩টি টিম কাজ করছে। প্রতি টিমে পাঁচজন করে সদস্য রয়েছে। দু’জন এক্সপার্ট ডগ টাচার, একজন লোকাল ডগ টাচার, একজন সার্ভেয়ার ও একজন ভ্যাক্সিনেটর। গত ১১ মার্চ থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

জলাতঙ্ক একটি ভয়ঙ্কর ব্যাধি। এ রোগে মৃত্যুর হার প্রায় শতভাগ। দেশে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ কুকুর, বিড়ালের কামড় বা আঁচড়ের শিকার হয়। এরমধ্যে বেশিরভাগই শিশু। এছাড়াও বছরে প্রায় ২৫ হাজার গবাদিপশু এ রোগের শিকার হয়ে থাকে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের (সিডিসি) জুনোটিক ডিজিজ কন্টোল প্রোগ্রামের ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ আল নোমান বলেন, শ্রীমঙ্গলে ইতোমধ্যে গত ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রায় ৩ হাজার কুকুরকে টিকা দেওয়া হয়েছে। যা আগামী ১৫ মার্চ পর্যন্ত দাঁড়াবে সাড়ে ৩ থেকে ৪ হাজার পর্যন্ত।

তিনি বলেন, এ জলাতঙ্ক টিকা সর্বশেষ শ্রীমঙ্গলে দেওয়া হয় ২০১৮ সালে। এসব টিকা ২০২০ সালে দেওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে দেওয়া সম্ভব হয়নি। এবার ২০২১ সালে দেওয়া হচ্ছে। আবার ২০২২ সালেও এ টিকা শ্রীমঙ্গলে দেওয়া হবে। জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এ কর্মসূচি চলবে দেশব্যাপী।  

বাংলাদেশ এখন জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে বিজ্ঞানভিত্তিক উপায়ে এ অবহেলিত রোগটির বিরুদ্ধে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি পরিচালনা করেছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। কুকুরদের টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলে আগামী ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করতে সরকার সক্ষম হবে বলে জানান আব্দুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।