ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় আগুনে পুড়লো ১০ ঘর

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আশুলিয়ায় আগুনে পুড়লো ১০ ঘর

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাসা-বাড়িতে আগুন লেগে অন্তত ১০টি টিনশেড ঘর পুড়ে গেছে।  

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুরের সুবন্ধী এলাকার ওয়াক আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে৷

ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার সুবন্ধী এলাকায় ওয়াক আলীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে অন্তত ১০টি কক্ষ পুড়ে যায়৷

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বর্তমানে আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় ১০টি কক্ষ পুড়লেও কেউ হতাহত হননি৷ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।