ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসী হামলায় কলেজশিক্ষক গুরুতর আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
সন্ত্রাসী হামলায় কলেজশিক্ষক গুরুতর আহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কলেজ শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে   কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরের দিকে রাজারহাট উপজেলার পালপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে মিন্টু ওই এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মিন্টুর এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে ও কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজর শিক্ষক।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বাংলানিউজকে জানান, আহত কলেজশিক্ষক মিন্টুকে গুরুতর অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।