ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বাঘের আক্রমণে বাওয়াল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
সুন্দরবনে বাঘের আক্রমণে বাওয়াল নিহত

সাতক্ষীরা: সুন্দরবনে গোলপাতা আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে আবুল কালাম (৪৫) নামে এক বাওয়াল নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি।

নিহত আবুল কালামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী এলাকায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ২৭ দিনের পাস নিয়ে নওয়াবেকী এলাকার আব্দুল আজিজ মেম্বারের নৌকায় করে কয়েকজনের সঙ্গে গোলপাতা আহরণে সুন্দরবনে ঢোকেন আবুল কালাম। মঙ্গলবার দুপুরে খবর এসেছে যে আবুল কালাম বাঘের আক্রমণে নিহত হয়েছেন। সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসছেন বলে খবর পেয়েছি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।