ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১৭ মার্চ বন্ধ থাকবে দোকান-পাট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
১৭ মার্চ বন্ধ থাকবে দোকান-পাট সংগৃহীত ছবি

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালনসহ বুধবার (১৭ মার্চ) দেশব্যাপী দোকান-পাট, শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।  

মঙ্গলবার (১৬ মার্চ) সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া স্বক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন সন্ধ্যায় সারাদেশের সব শপিংমলে দোয়া ও ১০০ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। একইসঙ্গে ১৭ মার্চ সারাদেশে সব শপিংমল ও দোকান-পাট বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
জিসিজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।