ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তা চুক্তিতে জোর দিলো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
তিস্তা চুক্তিতে জোর দিলো বাংলাদেশ ...

ঢাকা: দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা চুক্তি সইয়ের ওপর জোর দিয়েছে বাংলাদেশ। এছাড়া অভিন্ন ছয় নদী মনু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা নদী ও দুধকুমার নদের চুক্তি সইয়ের তাগিদ দিয়েছে ঢাকা।

 

মঙ্গলবার (১৬ মার্চ) দিল্লিতে অনুষ্ঠিত জেআরসি সচিব পর্যায়ের বৈঠকে এ জোর দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পানিসম্পদ সচিব কবীর বিন আনোয়ার বাংলাদেশের এবং ভারতের পক্ষে সে দেশের পানিসম্পদ সচিব পঙ্কজ কুমার নেতৃত্ব দেন।

বৈঠকে দু’দেশের পানিসম্পদ সচিবরা বাংলাদেশের আপার সুরমা–কুশিয়ার প্রকল্পের রহিমপুর খাল খনন, বাংলাদেশের আখাউড়ায় জানজি নদী ও সিঅ্যান্ডবি খাল হয়ে তিতাস নদীতে দূষণ, পশ্চিমবঙ্গে পানি প্রত্যাহারের ফলে মহানন্দা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠকে উভয়পক্ষ অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গেও আলোচনা করেছেন। ত্রিপুরার সাবরুম শহরে খাবার পানি সরবরাহের জন্য ফেনী নদী থেকে পানি প্রত্যাহারের চুক্তি বাস্তবায়নের বিষয়ে জেআরসির বৈঠকে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।