ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢামেক হাসপাতালের রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২ হাজার ৪০০ রোগীর জন্য থাকছে পোলাও, রোস্ট ও মুরগির রেজালা। আরও থাকছে মিষ্টি ও আপেল।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢামেক হাসপাতাল সাজানো হয়েছে আলোকসজ্জায়।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এজেডএস/এসআরএস