ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মওদুদের মৃত্যুতে মেয়র তাপসের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
মওদুদের মৃত্যুতে মেয়র তাপসের শোক শেখ ফজলে নূর তাপস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ডিএসসিসি থেকে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

 

শোকবার্তায় শেখ ফজলে নূর তাপস বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন। একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি জীবনের নানা সময়ে সাংবিধানিক নানা বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

ডিএসসিসি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান শোকবার্তায়।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
আরকেআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।