পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জোড়া লাগা জমজ কন্যা নবজাতকের জন্ম হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে জমজ নবজাতকের জন্ম হয়।
জমজ নবজাতকের পরিবার সূত্রে জানা গেছে, জোড়া লাগা জমজ নবজাতকের মা সুস্থ আছেন। তবে নবজাতক দুইটির অবস্থা আশঙ্কাজনক। জোড়া লাগা নবজাতক ওই
এলাকার এপেক্স ক্লিনিকে চিকিৎসাধীন।
স্থানীয় ও ক্লিনিক সূত্রে জানা গেছে, বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো যমজ অবস্থায় নবজাতক দুইটি জন্ম নেয়।
ফারজানা আক্তার নামে এক গৃহবধূ জোড়া লাগানো শিশু দুইটির মা। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের এপেক্স ক্লিনিকে সিজারিয়ান অপারেশন মাধ্যমে ওই জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম হয়।
এপেক্স ক্লিনিকের চিকিৎসক ডা. অরুন চন্দ্র মণ্ডল বাংলানিউজকে বলেন, শিশুদের মা কিছুটা সুস্থ আছেন। নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এসআরএস