ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বছর না পেরোতেই ৪২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে মেরামত! 

তৌহিদ ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
বছর না পেরোতেই ৪২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে মেরামত!  ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁ-রাজশাহী মহাসড়কে ২০১৭-১৮ অর্থ বছরে ৪২৬ কোটি টাকা ব্যয়ে ৭৩ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়। যেখানে সড়কটিকে ১৮ ফিট থেকে ২৪ ফিটে চওড়া আর দুই লেয়ারে পিচ দেওয়া হয়।

যার মধ্যে ৫৩ কিলোমিটার নওগাঁ আর বাকি অংশের কাজ করে রাজশাহী সড়ক বিভাগ।

তবে বছর পেরোতেই ৪২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে আবারও মেরামত শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এরইমধ্যে শহরের ভাঙ্গা মসজিদ এলাকার বড় অংশজুড়ে উঠে গেছে পিচ- পাথর।  

অন্যদিকে শহরের ভেতরের অংশে দু’টি প্যাকেজের কাজ অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। অনিয়ম আর সঠিক তদারকির অভাবে এত বড় প্রকল্প দ্রুতই নষ্ট হচ্ছে বলে নওগাঁর সচেতন মহলের অভিযোগ।  

এ বিষয়ে নওগাঁর সচেতন মহলের বেশ কয়েকজন বাংলানিউজকে জানান, এটি নওগাঁর গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের কাজ নওগাঁ জেলার অংশ বাদে সব জায়গায় শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের জেলার অংশের কাজ এখনি শেষ হয়নি। এরপর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে বছর যেতেই মেরামত করতে হচ্ছে এই সড়ক। দ্রুত সড়কের কাজ সম্পন্ন করার দাবি নওগাঁবাসীর।

ছবি: বাংলানিউজ

বর্তমান সড়ক মেরামত কাজে অংশ নেওয়া নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মাসুম রেজা বাংলানিউজকে বলেন, সড়কের নিচের বেড লুজ থাকার কারণে কিছু কিছু যায়গায় এমন হচ্ছে। যেসব জায়গায় এমন হয়েছে, সেগুলো আমরা আবার নতুন করে তৈরি করছি।  

তবে কাজে অনিয়মের কথা অস্বীকার করে কামাল অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী কামাল উদ্দিন বলেন, আমাদের কাজে অনিয়ম হওয়ার সুযোগ নেই। সড়ক বিভাগের কিছু কর্মকর্তা আমাদের সঙ্গে চেক জালিয়াতি করেছেন। এরপর তারা আমাদের কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সড়ক বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, বিভিন্ন রকম অনিয়মের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কামাল অ্যাসোসিয়েট’ এর কাজ বাতিল করা হয়েছিল। যেহেতু সড়কের কাজ এখনো শেষ হয়নি, এ জন্য নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হয়েছে। চলতি বছরের জুনে অসমাপ্ত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।