ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে আগুন: তদন্তে ফায়ার ও হাসপাতালের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
ঢামেকে আগুন: তদন্তে ফায়ার ও হাসপাতালের কমিটি

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান করবে দুইটি কমিটি। ৪ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতর এবং ৩ সদস্যের কমিটি করছে ঢামেক।

ফায়ার সার্ভিস অধিদফতরের উপ-পরিচালক নূর হাসানকে প্রধান করে তদন্ত কমিটটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন একজন ডিএডি ও দু’জন ইন্সপেক্টর।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন।

তিনি বলেন, ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের খবরে মোট পাঁচটি ইউনিট পাঠানো হয়। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নির্বাপণে বেগ পেতে হয়। ধোঁয়া নির্গমনে সুযোগও ছিল সীমিত। ধোঁয়া নির্গমন করার পর আগুন নির্বাপণ করতে হয়েছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।  

দেবাশিষ বর্ধন আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের কারণ অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আমরা সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে পৌনে নয়টায় আগুন নির্বাপণ করা হয়।

এদিকে হাসপাতালে আগুন নেভানোর সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান। তিনি বলেন, ‘আইসিউতে আগুন ছড়িয়ে পড়েছিল। পরে আমরা আগুন নিভিয়ে ফেলি। সেখানে থাকা দু’জন রোগীকে উদ্ধার করি। আইসিইউর ভিতরে থাকা ১২ ও ১৩ নম্বর রোগীর মেশিন গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মেশিন পুড়ে গিয়েছে। সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আইসিইউতে আগুন লাগার পর তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের কারো মৃত্যুই আগুনে পুড়ে হয়নি বলে জানানো হয়েছে।  

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক মোজাফফর হোসেনকে প্রধান করে কমিটি করা হবে। ৭ কার্যদিবসের তারা রিপোর্ট জমা দেবেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।