সাভার (ঢাকা): সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বুধবার (১৭ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহের আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এসআই