সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পিকআপ, ট্রাক ও মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে দিলীপ দাশ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বুধবার (১৭ মার্চ) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ দাশ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, মুরগী নিয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান সবজিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের যাত্রী দিলিপসহ ১৫ জন আহত হলে ৬ জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দীলিপকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়। সেসঙ্গে তিনটি পরিবহনই জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমআরএ