ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতির জন্য বঙ্গবন্ধু নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন: শ.ম রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
জাতির জন্য বঙ্গবন্ধু নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন: শ.ম রেজাউল

পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, শিশুদের আদর্শ মানুষ করে গড়ে তুলতে বঙ্গবন্ধুর দেশ প্রেম ও তার আদর্শ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দিতে হবে। বঙ্গবন্ধুর জন্ম এ জাতিকে মুক্তি ও স্বাধীন করার জন্য।

তিনি জাতির জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। বঙ্গবন্ধু বিশ্বের শোষিত মানুষের পক্ষে কথা বলেতেন।  

বুধবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, আমরা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন করবো। সঠিক ইতিহাস চর্চা করি, মুক্তিযুদ্ধ বিরোধী সকল কর্মকাণ্ড ঘৃণা করি, সাম্প্রদায়িকতাকে ঘৃণা করবো।  

সভায় জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ হাকিম হাওলাদার। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা পরিষদের নির্বাহী রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।