ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে অপরাধী শনাক্তে র‍্যাবের চেকপোস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে অপরাধী শনাক্তে র‍্যাবের চেকপোস্ট

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় হঠাৎ র‍্যাবের টহল। টহল দলের সামনে আসা এক সিএনজি চালিত অটোরিকশা চালককে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়।

র‍্যাবের টহল দলের হাতে ছিল অত্যাধুনিক প্রযুক্তি আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস)। অটোরিকশা চালক অটোরিকশা থেকে বের হলে র‍্যাব সদস্যরা তার হাতের আঙুলের ছাপ নেন। আঙুলের ছাপে তৎক্ষণাৎ ওআইভিএসের স্ক্রিনে ভেসে ওঠে সেই চালকের ছবিসহ জাতীয় পরিচয়পত্রে দেওয়া নাম, ঠিকানা, রক্তের গ্রুপ, ড্রাইভিং লাইসেন্সের তথ্য। এসব দেখে চালকও বিস্ময়ের চোখে র‍্যাব সদস্যের দিকে তাকিয়ে ছিলেন।

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে রাজধানীর মিরপুরে র‍্যাব-৪-এর কার্যালয়ের প্রধান সড়কে নতুন প্রযুক্তি আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের (ওআইভিএস) মাধ্যমে অপরাধী শনাক্তে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব-৪।

র‍্যাবের টহল দল চেকপোস্টের সামনে দিয়ে যাতায়াত করা সন্দেহজনক গাড়ি চালকদের হাতের আঙুলের ছাপ নেয়। ছাপ নেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যেই ওআইভিএস স্ক্রিনে ভেসে ওঠে আঙুলের ছাপ নেওয়া ব্যক্তির যাবতীয় তথ্য।

র‍্যাব বলছে, এই প্রযুক্তির মাধ্যমে ৬ ধরনের তথ্যের অপশন আসবে। তার মধ্যে—জাতীয় পরিচয়পত্রের তথ্য, লাইসেন্সের তথ্য, পাসপোর্ট আছে কিনা এবং কোন কোন দেশ ভ্রমণ করেছে ও আঙুলে ছাপ নেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, অপরাধী, সন্দেহভাজন কিংবা বেওয়ারিশ মরদেহের আঙুলের ছাপ স্ক্যান করে পরিচয় নিশ্চিত করা যাবে আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) প্রযুক্তি দিয়ে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে এ কারণে র‍্যাবের উদ্ভাবিত নতুন প্রযুক্তির (ওআইভিএস) মাধ্যমে যে কাউকে তৎক্ষণাৎ হাতের আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন, লাইসেন্স ভেরিফিকেশন, পাসপোর্ট আছে কিনা এবং তিনি কোন কোন দেশ ভ্রমণ করেছেন ও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তাও জানতে পারছি। তিনি যদি দুষ্কৃতিকারী হন তাহলে ঘটনাস্থলেই তাকে শনাক্ত করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে সহজেই দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।