ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী নদীতে আরও একটি ফোর লেন সেতু

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
ফেনী নদীতে আরও একটি ফোর লেন সেতু

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত সোনাগাজী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর ওপরে চার লেনের আরো একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুটি হবে ২৪৫ মিটার দীর্ঘ।

এর মাধ্যমে মিরসরাই, সীতাকুণ্ডু অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে ফেনীর সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলের সংযোগ স্থাপন করা হবে। একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে তথা পুরো বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

‘সোনাগাজী ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কে ফেনী নদীর ওপর সেতু নির্মাণ’ চলমান প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তর (এলজিইডি)।  

মূল প্রকল্পের ব্যয় ছিল ৬৬২ কোটি ৮৮ লাখ টাকা। ফেনী নদীর ওপরে অতিরিক্ত আরো দুটি সেতু নির্মাণে প্রকল্পের ব্যয় আরো ৩৯ কোটি টাকা বাড়িয়ে ৭০২ কোটি টাকা করা হচ্ছে। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে চলমান প্রকল্পটি ২০২২ সালের জুন মেয়াদে সম্পন্ন হওয়ার কথা ছিল। এখন প্রকল্পের মেয়াদও ২ বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হচ্ছে।  

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিট) শেখ মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, চলমান প্রকল্পের আওতায় একটি ফোর লেন সেতু নির্মাণের সংস্থান রয়েছে। প্রকল্পের আওতায় নতুন করে আরো একটি সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কারণেই মূলত চলমান প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে।
 
এলজিইডি সূত্র জানায়, পর্যটন শিল্প, উৎপাদনমুখী কারখানাসহ সমুদ্র শিল্প গড়ে তোলা ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করাসহ নানা কারণে প্রকল্পটি নেওয়া হচ্ছে। এর ফলে বিনিয়োগ বাড়বে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গ্রোথ সেন্টার, হাট-বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ঘাট, কৃষি, অকৃষি পণ্য উৎপাদন কেন্দ্র ইত্যাদির সঙ্গে অর্থনৈতিক অঞ্চলগুলোর যোগাযোগ স্থাপন করা হবে। জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়ন, আমদানি-রফতানির গতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে।  

মূল প্রকল্পে একটি ৫৫০ মিটার ব্রিজের সংস্থান ছিল। কিন্তু আরও একটি ২৪৫ মিটারের নতুন সেতুর প্রস্তাব করা হয়েছে। হালনাগাদ রেট সিডিউলের কারণে পূর্ত কাজের ব্যয় বৃদ্ধি, বেতনভাতাসহ পরিচালনা ব্যয় বৃদ্ধি, পরামর্শক সেবা খাতের ব্যয় ও প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্তির লক্ষ্যে ২ বছর মেয়াদ বৃদ্ধি করা হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমআইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।