ঢাকা: ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আলোকিত শিশু প্রকল্পের আওতায় বারাকা ছেলে শিশু দিবা ও নৈশকালীন আশ্রয়কেন্দ্রে সচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৭ মার্চ) আয়োজিত অনুষ্ঠানটি তিনটি পর্বে ভাগ করা হয়।
ইনচার্জ আবুল কাশেম শুভেচ্ছা বক্তব্য ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কোতয়ালী থানার এসআই সুলতান।
তিনি বলেন, বারাকা সেন্টার তোমাদের থাকার অনেক ভালো সুব্যবস্থা করেছে। তাই তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে সেন্টারে থাকো।
শিশুদের তিনি তার মতো পুলিশ অফিসার হওয়া ও অন্যান্য বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে মেয়ে শিশুরা ‘একটি বাংলাদেশ’ গানে দলীয় নৃত্য পরিবেশন করেন। এরপর ছেলেশিশু শাহাদাৎ ‘শোন একটি মুজিবরের কন্ঠে লক্ষ্য মুজিবরের কণ্ঠ’ গানটি এককভাবে উপস্থাপন করেন।
এসআই সুলতানের উপস্থিতিতে পরবর্তীতে কেক কাটা ও বিতরণ করা হয়। এপর্যায়ে আরও একটি দলীয় সঙ্গীত ও একটি দলীয় নৃত্য উপস্থাপিত হয়।
অনুষ্ঠানের তৃতীয় অংশে ময়না মারিয়া গমেজ মাদক ব্যবহার ও তার কুফল এবং করোনার নতুন ভয়াবহতা তুলে ধরেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব দেন লিভা লিওনী রোজারিও। তিনি শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে কিছু সচেতনতামূলক কথা বলেন।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এইচএডি