ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে সালমান এফ রহমান। ফাইল ফটো

নবাবগঞ্জ (ঢাকা): ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে বাংলাদেশকে ভিক্ষুক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

বুধবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালমান এফ রহমান বলেন, স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় থাকাকালীন গঠন করেছিল ‘এক্সটার্নাল রিসোর্স ডিপার্টমেন্ট’ নামে একটি ভিক্ষুক বিভাগ। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেটির নাম পরিবর্তন করেন। গঠন করেন ‘ইকোনমি রিসোর্স ডিভিশন’। এরপরও ষড়যন্ত্র থেমে থাকেনি। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকার দেশে নানা ষড়যন্ত্র, জ্বালাও, পোড়াও করে বাংলাদেশকে পিছনে নিয়ে গিয়েছিলো।

তিনি বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশটাকে পৃথিবীর অন্যতম উন্নত দেশে রূপান্তরিত করেছে। যার প্রতিফলে দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নিচ্ছে। দেশের উন্নয়ন দেখে আজ পাকিস্তানও বাংলাদেশকে নিয়ে গর্ব করে। কিন্তু বলতে হয়, তখন যারা দেশের বিরুদ্ধে সমালোচনা করেছিল, ষড়যন্ত্র করেছিল, তারাও এখন বাংলাদেশের সব নাগরিক সুবিধা ভোগ করছেন।  

এফ রহমান বলেন, আজ আমরা স্বাধীনভাবে দেশের সব সুযোগ সুবিধা ভোগ করছি। যে জায়গায় বসে আমি কথা বলছি পাকিস্তান সরকার থাকলে তা সম্ভব হতো না। আমরা পাকিস্তানের একটি কলোনি হয়ে থাকতাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে জন্মেছিলেন বলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। আর আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি। তাই বাঙালি জাতির ঐতিহাসিক দিন ১৭ মার্চ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রাজিবুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, আরিফুর রহমান শিকদার প্রমুখ।

দোহারে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রমুখ।

দিবসটি উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।