ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ফানুস-আতশবাজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
পাবনায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ফানুস-আতশবাজি ফানুস উড়ানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মশতবার্ষিকী, শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
 
বুধবার (১৭ মার্চ) দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দলের নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয়ে একশ পাউন্ড ওজনের একটি কেক কাটা হয়।

সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে (টাউনহল মুক্তমঞ্চে) পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লাল এর উপস্থিতিতে বিজয়ের এই ক্ষণে সব গ্লানি দূর করে সমাজে শান্তির প্রতিষ্ঠার লক্ষে ফানুস উড়ানো হয়।  

পরে একশ একটি আকাশ উদায়ন নানা রঙের অতশবাজি প্রর্দশন করা হয়। রাতে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর নেতৃত্বে  দলীয় কার্যালয়ের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পাবনা জেলা আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

এছাড়া পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভা ও জেলা পুলিশ প্রশাসন পুলিশ লাইনস চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।