কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় এক মেইল বার্তায় কোস্টগার্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত মেইল বার্তায় জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. এম সালেহ আকরামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় মিয়ানমারের সীমানা থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা শাহপরীর দিকে আসতে দেখে থাকে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় পাচারকারীরা নৌকাটি না থামিয়ে শাহপরীর সমুদ্র তীরে রেখে প্যারাবনের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে দুইটি ব্যাগে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে সরকারের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসবি/আরএ