গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী থানা বিএনপি কার্যালয়ে যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা ভাঙচুর ও আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে পৌর শহরের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে মিছিল নিয়ে যুবদলের বিক্ষুদ্ধ একদল নেতাকর্মী বিএনপি কার্যালয়ে ঢোকে। এসময় তারা অফিসের দরজা-জানালসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে তাতে আগুন ধরিয়ে দেয়।
পলাশবাড়ী থানা বিএনপি সদস্য সচিব আবু আলা মওদুদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৬ মার্চ) পলাশবাড়ী থানা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করে গাইবান্ধা জেলা যুবদল। কমিটিতে পদ বঞ্চিত নেতাকর্মীরা পার্টি অফিসে অপ্রীতিকর এ ঘটনা ঘটায়।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আরএ