ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিষপানে আত্মহত্যার চেষ্টা মেম্বর প্রার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
বিষপানে আত্মহত্যার চেষ্টা মেম্বর প্রার্থীর বরিশালের মানচিত্র

বরিশাল: প্রতিপক্ষের চাপের মুখে প্রথমে অসুস্থ ও পরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন মেম্বর প্রার্থী।

বুধবার (১৭ মার্চ) সকালে মুমুর্ষ অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অসুস্থের স্ত্রী জানান, তার স্বামী হাফিজুর রহমান গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাবেক মেম্বার। তিনি গত নির্বাচনে বর্তমান মেম্বরকে বিজয়ী করার লক্ষ্যে ভোটে দাঁড়াননি। এবারে বর্তমান মেম্বরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ছিলো। কিন্তু সে এবারও নির্বাচন করায় বিরোধ দেখা দেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ নিয়ে একদিন আগে বৈঠক হলে সেখানে বসে হাফিজুর রহমান অসুস্থ হয়ে যান। পরে তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হলে আজ সকালে তিনি বিষপান করেন।

সাবেক এই মেম্বরের স্ত্রী ও সন্তানদের দাবি বর্তমান মেম্বর কথা দিয়ে কথা রাখেনি, বরং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ এমনকি কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে।  

চিকিৎসাধীন সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী ও সাবেক মেম্বর হাফিজুর রহমান জানান, আগামী ১১ এপ্রিলের প্রথমধাপের ইউপি নির্বাচনে তিনি বার্থী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন।  

তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহ করার পর তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খোকন হাওলাদার ও তার লোকজন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উল্লেখিতরা তাকে মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এতে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার জন্য বুধবার সকালে বিষপান করেন।  

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদীর মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করেছেন। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন তার পুরোপুরি সুস্থ হতে আরো ২/১ দিন সময় লাগবে।

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।