ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণের দুই বছর পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
নির্মাণের দুই বছর পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর

চাঁদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কাছে নির্মিত ভবনের চাবি হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৭ মার্চ) বিকেলে হস্তান্তর উপলক্ষে শহরের নিশি বিল্ডিং এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।  

তিনি বলেন, ভবনটি জেলা প্রশাসকের কাছে গণপূর্ত অধিদপ্তর বুঝিয়ে দিয়েছে। ইতোপূর্বে এ ভবনের উদ্বোধন হয়েছে কিন্তু বিভিন্ন কারণে মুক্তিযোদ্ধারা ভবনটির দায়িত্ব নিতে রাজি হননি। ভবনে যে ছোট খাটো সমস্যা রয়েছে, তা দূর করা হবে। এ ভবনেই হবে চাঁদপুর সদরের মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। মান অভিমান ভুলে ভবনে এসে আপনারা একত্রিত হয়ে আড্ডা দেবেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপতিত্বে ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ।

সভা শেষে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের শাশুড়ির মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান।

সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৮ সালের ১লা নভেম্বর চাঁদপুর সদরের নিশি বিল্ডিং এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কাজটি বাস্তবায়নে ছিলেন চাঁদপুর গণপূর্ত বিভাগ। দীর্ঘ ২ বছর পর চাঁদপুর জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের রাগ ক্ষোভের অবসান ঘটিয়ে ভবনের চাবি হস্তান্তর করতে সক্ষম হন।

বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।