ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে আগুনে পুড়লো ১১ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
সৈয়দপুরে আগুনে পুড়লো ১১ দোকান

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের মতির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।

বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাপড়, ইলেকট্রনিক্স, মুদি, মুরগি ও কীটনাশকের দোকান এবং খাবার হোটেলের মালামাল ভস্মীভূত হয়েছে।

সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্ধ দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।