ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাণীশংকৈলে পিস্তলসহ দুই জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
রাণীশংকৈলে পিস্তলসহ দুই জেএমবি সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ মার্চ) দিনগত রাতে উপজেলার ভরনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সহিদুল ও ইমদাদ আলী।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সহিদুল ও ইমদাদ আলী দীর্ঘদিন ধরে ভরনিয়া গ্রামে আত্মগোপন করেছিলেন। টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে বুধবার দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দু’টি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলিসহ সহিদুল ও ইমদাদ আলীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, এখনো অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।