ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনিবাস (রামু লাইন) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহমত উল্লাহ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু তেচ্ছিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহমত কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়কের ফুয়াদ আল খতীব হাসপাতাল সংলগ্ন আবদুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহমত কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে রামুর দিকে যাচ্ছিলেন। তেচ্ছিপুল নামে স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রামুলাইন নামের যাত্রীবাহী একটি মিনিবাসের (কক্সবাজার-ছ ১১-০১০৯) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহমত মারা যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।