ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে আগুন, ক্ষতিগ্রস্ত আইসিইউ পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ঢামেকে আগুন, ক্ষতিগ্রস্ত আইসিইউ পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। তারা আলামত সংগ্রহও করছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে তদন্ত কমিটি হাসপাতালের আইসিইউ পরিদর্শন করে।

পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক ও তদন্ত কমিটির প্রধান নূর হাসান সাংবাদিকদের বলেন, তদন্তের কাজ চলছে। আমরা এখন ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহও করেছি। এছাড়া বিভিন্ন লোকজনের সাক্ষ্য নিচ্ছি। আশা করছি খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে ধারণা করে বলার মতো কিছু নেই। হাসপাতালে অগ্নিনির্বাপণের নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তাও তদন্ত করে দেখছি। এখনই ঢালাওভাবে কিছু বলা যাবে না। তদন্ত প্রতিবেদনে সব তুলে ধরা হবে।

এর আগে বুধবার (১৭ মার্চ) সকালে ঢামেকের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ড ঘটে। এতে আইসিইউর ১৪ জন রোগীকে অন্যত্র স্থানান্তারের পর সেখানে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।