ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর মোহাম্মদ হানিফ মিয়া ওরফে ননা মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম ইসমাইল মিয়ার বাড়ির পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

হানিফ ওয়ার্ডের বাসিন্দা। তিনি পূর্ব শ্রীনদ্দী গ্রামের কাগজির টেকে চায়ের দোকানী ছিলেন।
 
নিহতের ছেলে মহিন উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার (১৭ মার্চ) রাত ৭টার দিকে বাড়ি থেকে বের হয় তার বাবা হানিফ মিয়া। পরে দিনগত রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় সারা রাত খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।