ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের মার্চপাস্ট-র‌্যালি বন্ধের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের মার্চপাস্ট-র‌্যালি বন্ধের নির্দেশ

ঢাকা: স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দেশের সব মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মার্চপাস্ট ও র‌্যালি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত নির্দেশনা অধিদপ্তরের সব উপ-পরিচালক, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে করোনা পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ইতোমধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‌্যালির আয়োজন করছে মর্মে কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। যা এ মুহূর্তে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।

‘এমতাবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে- এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া মার্চপাস্ট, র‌্যালি বা এ ধরনের সব সহশিক্ষা কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।