ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৪৩৮ শিল্পী ও কলাকুশলী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
মাগুরায় ৪৩৮ শিল্পী ও কলাকুশলী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

মাগুরা: মাগুরায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৪৩৮ জন শিল্পী ও কলাকুশলীর মধ্যে ৪৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে শহরের নোমানী ময়দানে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিরুল ইসলাম।  

মাগুরা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, মাগুরা টাউন হল ক্লাব সদস্য বদরুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামানসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।