নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ হোসেন ওরফে কাইল্লা বাবু (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।
এরআগে অভিযুক্ত বাবুকে বুধবার (১৭ মার্চ) রাতে গ্রেফতার করে পুলিশ।
মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, বুধবার রাতে মোহাম্মদ হোসেন সিদ্ধিরগঞ্জের বাগান বাড়ি এলাকায় তার বসত ঘরে কৌশলে ওই শিশুটিকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন। এদিকে ওই শিশুটির মা-বাবা ও তার ফুফু তাকে কোথাও না পেয়ে খুঁজতে থাকেন। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে সিদ্ধিরগঞ্জের আজিবপুরে তার ফুফুর বাড়িতে আসে। এ সময় কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে ওই শিশুটির মা-বাবা ও অন্য স্বজনরা থানায় এসে পুলিশকে ঘটনাটি জানান।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি থেকে মোহাম্মদ হোসেন ওরফে কাইল্লা বাবুকে গ্রেফতার করে। রাতেই শিশুটির বাবা মোহাম্মদ হোসেন ওরফে কাইল্লা বাবুকে একমাত্র আসামি করে নারী, শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার বাবুকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমআরএ