শেরপুর: স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী এলাকায় নির্মিত হলো মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
বীর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।
এলজিইডি শেরপুরের বাস্তবায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ৪০৪ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, বেতমারি–ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্য নেতারা।
১৯৭১ সালের ২৪ নভেম্বর, সূর্যদী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এ এলাকার দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছিলেন। আগুনে পুড়ে ছাই হয়েছিল প্রায় ২০০ ঘরবাড়ি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআরএস