ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার হরিয়ান মোহনপুর এলাকায় ট্রেনের ধাক্কায় হারান আলী (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারান ওই এলাকার মৃত রূপবান আলীর ছেলে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, দুপুরে হারান আলী রেললাইন পার হয়ে বাড়ির বিপরীত পাশে পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।