ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় বাড়িঘর ভাঙচুর-হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
শাল্লায় বাড়িঘর ভাঙচুর-হামলার ঘটনায় মামলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে স্থানীয় হবিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাদী হয়ে ৮০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় প্রায় ১শ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

হামলার দুই দিনের মাথায় পৃথক এ দুটি মামলা দায়ের করা হয়।

হবিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বাংলানিউজকে বলেন, আমরা এ হামলার ঘটনায় ব্যতিত তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে মামলা দায়ের করেছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের ধরতে সক্ষম হবে। একইসঙ্গে বলতে চাই এই মামলা যেন দ্রুত বিচার ট্রাইবুন্যালে নিয়ে আসামিদের বিচাররের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয়। আর যেন কেউ এই ধরনের অপকর্ম করতে সাহস না পায় এই বিচারের মাধ্যমে দৃষ্টান্ত  স্থাপন করা প্রয়োজন।  

এর আগে পুলিশ বাদী হয়ে শাল্লা থানায় অজ্ঞাতপরিচয় এক থেকে দেড় হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে।  পুলিশেরকে এই মামলার বাদী তদন্ত ও নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করেনি পুলিশ।
  
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে বলেন, মামলা দায়ের করা হয়েছে শুধু এইটুকু বলতে পারবও। তদন্তের স্বার্থে কারো নাম বা মামলার ব্যাপারে বিস্তারিত বলতে পারব না।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।