ঢাকা: প্রান্তিক কৃষকদের কাছ থেকে পণ্য সরাসরি বিভিন্ন শহরে পৌঁছানো জন্য ভবিষ্যতে ‘লাগেজ ভ্যান’ রেল বহরে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মার্চ) কমলাপুরে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেন ও ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এভাবেই রেল এগিয়ে যাচ্ছে।
রেলমন্ত্রী বলেন, রেলকে এক সময় ধ্বংস করা হয়েছিল। বিধ্বস্ত রেল ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন।
রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চলবে। এছাড়া আগামী বছরের মধ্যেই খুলনা-মোংলা রেললাইন চালু হবে। পদ্মা সেতু রেল সংযোগ সেতু উদ্বোধনের সময় মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অংশ চালু করা সম্ভব হবে। এছাড়া চলমান কয়েকটি প্রকল্প হচ্ছে- যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলসেতু সেতু নির্মাণ প্রকল্প, জয়দেবপুর থেকে জামালপুর ও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প।
মন্ত্রী বলেন, যাত্রী সেবা বাড়ানোর জন্য ইঞ্জিন ও কোচ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কোরিয়া থেকে ১০টি লোকোমোটিভ এসেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে। তার মধ্যে প্রথম চালানে ৮টি এসে পৌঁছেছে।
জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একসময় স্বপ্ন দেখতেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশকে আজ উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহ আলম, অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, প্রণব কুমার ঘোষসহ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এমআইএইচ/ওএইচ/