ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘সলিহর সফর দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
‘সলিহর সফর দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করেছে’ সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: রাজিন চৌধুরী

ঢাকা: মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৪টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের ওপর ভিত্তি করে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং এ সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও গভীর হয়েছে। রাষ্ট্রপতি সলিহর বাংলাদেশ সফর দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি সলিহর মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে বৃহস্পতিবার (১৮ মার্চ) একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় নেতা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করেন এবং উভয় দেশের বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এছড়াও রাষ্ট্রপতি সলিহ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পক্ষে মালদ্বীপের সমর্থন  অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।