ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টাকার অভাবে মেয়ের মরদেহ দাফন করতে পারছেন না বাবা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
টাকার অভাবে মেয়ের মরদেহ দাফন করতে পারছেন না বাবা প্রতীকী

সাভার (ঢাকা): সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু টাকার অভাবে মেয়ের মরদেহ দাফনের জন্য বাড়িতে নিতে পারছেন না রিকশাচালক বাবা রাজু।

 

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।  

ফাতেমা রংপুরের কাউনিয়া থানার মো. রাজুর মেয়ে। ফাতেমা আশুলিয়ার কাঠগড়ায় বাবার সঙ্গে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।  

মেয়েটির বাবা মো. রাজু বাংলানিউজকে বলেন, সকালে আশুলিয়ার জিরাবো-বিশমাইল বাইপাস সড়কের পুকুরপাড় এলাকায় রাস্তা পার হচ্ছিল ফাতেমা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতাবস্থায় মেয়েকে উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমার মৃত্যু হয়।  

রাজু কান্নাজড়িত কন্ঠে বাংলানিউজকে বলেন, বছর খানেক আগে স্ত্রীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়। এরপর থেকে ফাতেমা আমার কাছে থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। প্রায়ই সকালে পুকুরপাড় এলাকায় এক খালার কাছে মাঝে মধ্যে ফাতেমাকে রেখে আসতাম। কিন্তু বৃহস্পতিবার সকালে মেয়েটা আমার রাস্তায় বের হলে দুর্ঘটনায় শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন মেয়ের মরদেহ বাড়ি নিয়ে যে দাফন করবো, আমার কাছে তো সেই টাকাও নাই ভাই।  

তিনি আরও বলেন, আমার কাছে যে টাকা ছিল, তা দিয়ে কোনোমতে ফাতেমার চিকিৎসার বিল দিয়েছি। এখন মেয়েটির মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে যে দাফন করবো, সেই টাকাও কাছে নাই। আমাকে একটু সাহায্য করেন ভাই। মেয়েটার মরদেহটা অন্তত দাফন করি।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।