ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজ্ঞান জাদুঘরে প্লেন উড্ডয়ন-পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
বিজ্ঞান জাদুঘরে প্লেন উড্ডয়ন-পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ ...

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিমান উড্ডয়ন, পরিচালনা এবং ব্যবস্থাপনার ওপর এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরে সংস্থার ২১ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণে অংশ নেন।

মালয়েশিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত বাংলাদেশের তরুণ এরোনটিক্যাল প্রকৌশলী তানজিয়া রশীদ এবং অস্ট্রেলিয়া থেকে ডিগ্রিপ্রাপ্ত পাইলট সালেকীন তাজ এ প্রশিক্ষণ পরিচালনা করেন।  

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী উপস্থিত ছিলেন।

১৯৫২ সালে কানাডায় নির্মিত পরিত্যক্ত দুটি প্লেন সম্প্রতি সংস্কার ও আধুনিক করে প্রদর্শনী উপযোগী করা হয়েছে। এগুলোর দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।