ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মোটরসাইকেল ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
বাগেরহাটে মোটরসাইকেল ধাক্কায় ব্যবসায়ী নিহত

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় মোটরসাইকেল ধাক্কায় আফজাল ডাকুয়া (৭০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিনগত রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার ফতেপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক দিয়ে সাইনবোর্ডগামী একটি মোটর সাইকেল কচুয়া উপজেলার ফতেপুর বাজার অতিক্রম করার সময় আফজাল ডাকুয়াকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সোহেল তালুকদার ও মাছ ব্যবসায়ী আফজাল ডাকুয়া গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে আফজাল ডাকুয়া মারা যান। অবস্থা গুরুত্বর হওয়ায় মোটরসাইকেল চালক সোহেলকে ঢাকায় নেওয়া হয়েছে।

নিহত আফজাল ডাকুয়া কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের রুপাই ডাকুয়ার ছেলে। তিনি ফতেপুর বাজারে মাছের ব্যবসা করতেন। মোটরসাইকেল চালক সোহেল মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বাসিন্দা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় পথচারী আফজাল ও মোটরসাইকেল চালক সোহেল দু’জনই গুরুত্বর আহত হন। রাত ১১টার দিকে আফজাল ডাকুয়া মারা যান। অবস্থা গুরুত্বর হওয়ায় মোটরসাইকেল চালক সোহেলকে ঢাকায় নিয়েছেন তার স্বজনরা। আফজালের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।