ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে নকল সার কারখানায় অভিযান, গোডাউন সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
সৈয়দপুরে নকল সার কারখানায় অভিযান, গোডাউন সিলগালা প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে গোডাউন সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টায় সৈয়দপুর উপজেলার টি আর রোডে (দিনাজপুর রোড) মেসার্স হামিদুল ট্রেডার্স নামে একটি কারখানায় এ অভিযান চালানো হয়।

 

অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমতা সাহা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, হামিদুল ট্রেডার্সের মালিক হামিদুল ইসলাম বেশ কয়েক মাস ধরে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে জিপসাম, ক্যালসিয়াম, সালফার সহ বিভিন্ন সার নকল করে প্যাকেটজাত করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮/১ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়।  

অভিযানে সৈয়দপুর থানার পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।