নরসিংদী: নরসিংদীতে রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তাজুল ইসলাম (৩৯) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে শহরের গেটবাজার রেল ক্রসিং এ এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমায়েদুল জাহিদী বাংলানিউজকে বলেন, সকালে তাজুল ইসলাম তার অটোরিকশা নিয়ে গেটবাজারের রেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনটি অটোরিকশাটি ধাক্কা দিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে বটতলা বাজারে নিয়ে ফেলে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান চালক। পরে রেলওয়ে পুলিশ অটোরিকশার ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
তিনি আরো বলেন, রেলওয়ে ক্রসিংটি অরক্ষিত। তাই চালক খেয়াল না করে রেললাইন পারাপার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
আরএ