সিলেট: সিলেটে রাস্তার পাশ থেকে তাজগীর আহমদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকাল ৮টায় সুনামগঞ্জ বাইপাস সড়কের সিলেটের মোল্লারগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে এসএমপির দক্ষিণ সুরমার কামালবাজার ফাঁড়ি পুলিশ।
নিহত তাজগীর আহমদ সিলেট সদর উপজেলার জালালাবাদ গৌরিশংকর কেশবপুর গ্রামের মকবুল আহমদের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সঙ্গে মোবাইল এবং পাশে পড়ে থাকা মোটরসাইকেলের চাবি পাওয়া যায়। মোটরসাইকেলটির সামনের অংশটি দুমড়ানো মোচড়ানো ছিলো। নিহতের মুখের ডান পাশে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন এবং মোটরসাইকেলসহ ছিটকে পড়ে থাকার কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, নিহতের পকেটে মানিব্যাগে থাকা এনআইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে জনৈক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এনইউ/এমআরএ