ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
কীর্তনখোলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ  নৌকাবাইচ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের কীর্তনখোলা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

মুজিব শতবর্ষে অগ্নিঝরা মার্চের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ মার্চ) বিকেলে এ বাইচের আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন (বিসিক)।

 

কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে যাত্রা শুরু করে বাইচের নৌকাগুলো বরিশাল নদীবন্দর এলাকায় এসে প্রতিযোগিতা শেষ করে।  

উৎসুক জনতা নদীর দুই তীরে যেমন ভিড় করে তেমনি ট্রলার, স্পিডবোটসহ বিভিন্ন নৌযান নিয়ে নদীতে ভেসে ভেসেও বাইচ উপভোগ করেন। ৎ

কীর্তনখোলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিকের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, তার সহ-ধর্মিনী লিপি আব্দুল্লাহ, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ অতিথিরা।  

নৌকাবাইচে প্রথম স্থান অধিকারী নগদ তিন লাখ, দ্বিতীয় স্থান অধিকারী নগদ দুই লাখ ও তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন নগদ এক লাখ টাকা। এছাড়া এ প্রতিযোগিতায় একজন নারীসহ নয়জন মাঝির দল নয়টি নৌকা নিয়ে অংশ নেন।

কীর্তনখোলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।