ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ও পুলিশের সঙ্গে মোদী বিরোধীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নন্দনপুর হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানী জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে শ্রমিক বাদল মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া বারিউড়া এলাকার মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২), জুবায়ের ১৪, কাউসার ২৫।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হরতালের পক্ষে বুধল এলাকা থেকে মোদিবিরোধীদের একটি মিছিল শুরু হয়। এসময় এলাকাবাসীও মিছিলটির সঙ্গে মিশে যায়। সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের সংখ্যা কম থাকায় মিছিলটি পুলিশ ও বিজিবি সদস্যদের ঘিরে ফেলে। এসময় বিজিবি, পুলিশ ও মোদিবিরোধীদের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এসময় বিজিবি ও পুলিশ গুলি নিক্ষেপ শুরু করেন। পাঁচজন গুলিবিদ্ধ হলে স্থানীয় লোকজন তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আবাসিক চিকিৎসক রানা নরুস শামস তাদেরকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরু শামস বলেন, হাসপাতালে
আনার আগেই তারা মারা যান। তারা পাঁচজন গুলিবিদ্ধ ছিল।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
ইউবি