ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক দীপন দেওয়ান ও শেখ জাহাঙ্গীর আহত, ক্র্যাবের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
সাংবাদিক দীপন দেওয়ান ও শেখ জাহাঙ্গীর আহত, ক্র্যাবের উদ্বেগ

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান এবং বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শেখ জাহাঙ্গীর আলম পল্টনের পেশাগত দায়িত্ব পালনকালে স্প্লিন্টার ও রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।

এই ঘটনায় ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার‌্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (২৭ মার্চ) ক্র্যাব কার‌্যনির্বাহী কমিটির সফতর সম্পাদক ইসমাঈল হোসেন ইমু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।  

ক্র্যাব নের্তৃবৃন্দ মনে করেন, এ ধরণের ঘটনা গণমাধ্যম কর্মীদের জন্য হুমকি স্মরুপ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
পিএম/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।