রাজশাহী: রাজশাহীতে ৫৬ লাখ টাকা মূল্যের দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এ মূর্তি উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের রাজাবাড়ী চেকপোষ্টের হাবিলদার মো. সোলাইমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে ৫৬.৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৫৬ লাখ ৪০ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে কষ্টি পাথরের মূর্তি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কষ্টি পাথরের মূর্তিটি বিজিবির হেফাজতে রাখা হয়েছে। পরে স্থানীয় প্রত্নতাত্মিক যাদুঘর অথবা বিজিবি যাদুঘরে সংরক্ষণের জন্য প্রেরণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৩০৭ ঘন্টা, মার্চ ২৮, ২০২১
এসএস/ইউবি