ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে অপহরণের শিকার শিশু উদ্ধার, গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
শিবচরে অপহরণের শিকার শিশু উদ্ধার, গ্রেফতার ৪

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর থেকে অপহরণকৃত এক শিশুকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) শিশুটিকে জামালপুর থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ সকালে জেলার শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের চর গুপ্তেরকান্দি গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে রায়হানকে (৫) বিস্কুট দেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী বিল্লাল মুন্সী (২২), রাসেল মুন্সী ও তাদের পিতা ছালাম মুন্সী।

শিশু রায়হানকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতামাতা শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  

অপহরণের দিন রাতে অপহরণকারী প্রতিবেশী বিল্লাল ও রাসেল মোবাইল ফোনে শিশুটিকে অপহরণের কথা জানান এবং তাদের নামে জায়গাজমি লিখে দিলে শিশুটিকে ফেরত দিবে বলে শর্ত দেয় শিশু রায়হানের পিতামাতাকে।  

এছাড়া বিকাশের মাধ্যমে তারা ১০ হাজার টাকাও নেয়। এরপরও শিশুটিকে ফেরত না দিলে গত ২৪ মার্চ শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির পরিবার।  

পরে পুলিশের একাধিক টিম প্রযুক্তির সহায়তায় শুক্রবার আসামীদের জামালপুর জেলার সদর রেলস্টেশনের পাশে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে। আটককৃতরা হলেন- বিল্লাল মুন্সী, রাসেল মুন্সী, ছালাম মুন্সী ও শিরিনা আক্তার।

শনিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ জানায়, প্রায় ৪০ বছর পূর্বে আসামী ছালাম মুন্সীর পরিবার এলাকার জমিজমা ছেড়ে নারায়ণগঞ্জে চলে যায় এবং দীর্ঘদিন পর জমি-জমা উদ্ধার করার জন্য রায়হানকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে আসামীদের কোনো স্থায়ী ঠিকানা নেই এবং তারা সম্পূর্ণ ভাসমান অবস্থায় রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘন্টা, মার্চ ২৮, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।